বাংলাদেশে প্রথমবারের মতো তৃতীয় প্রজন্মের (থ্রি-জি) মোবাইল প্রযুক্তির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানে সুইচে চাপ দিয়ে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের এই সেবার পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করেন। এর আওতায় শুরুতে রাজধানীর তিন লাখের বেশি গ্রাহক এ সেবা পাবেন। টেলিটকের থ্রি-জি বাণিজ্যিক সেবার উদ্বোধন করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে প্রথমে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সাথে ভিডিও কলে কথা বলেন। পরে নিজের ছেলেবেলার শিা প্রতিষ্ঠান আজিমপুর গার্লস স্কুলের শিার্থীদের সাথেও কথা বলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণের মতায়নের জন্য অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার ল্য অর্জনে আমরা অনেক অগ্রসর হয়েছি। তিনি বলেন, সরকার সব নাগরিকের জন্য ‘প্রযুক্তি বিভেদমুক্ত ডিজিটাল বাংলাদেশ’ গড়ার পথে এগিয়ে যাচ্ছে।
এখনো থ্রি-জি নীতিমালা চূড়ান্ত না হওয়ায় আপাতত এ সেবাকে বলা হচ্ছে ‘পরীামূলক’।
Leave a Reply