রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৮

সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি

সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি

 

 

 

 

 

 

 

 

স্বদেশ জুড়ে: আসন্ন বাজেট অধিবেশনে যোগ দিতে বিরোধী দল বিএনপি সংসদে যোগ দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। অভিযোগ করে মওদুদ বলেন, ক্ষমতাসীনরা গত সাড়ে ৪ বছরে সংসদকে অকার্যকর করে রেখেছে।আর তাই দেশের জনগণের স্বার্থে ও নিজেদের প্রয়োজনে আমরা আসন্ন অধিবেশনে যোগ দেব । তবে সেখানে আমরা কতটুকু কার্যকারিতা আনতে পারব, তা নির্ভর করবে সরকারি দলের আচরণের ওপর। শুক্রবার  রাজধানীতে অনুষ্ঠিত এক যুব সমাবেশে কথাগুলো বলছিলেন মওদুদ আহমদ।

নিয়ম অনুযায়ী, সংসদে টানা ৯০ কার্য দিবস অনুপস্থিত থাকলে সদস্যপদ খারিজ হয়ে যায়। আর নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে টানা সংসদ বর্জন করে আসা বিরোধী দলের সদস্যদের অনুস্থিতি ৮৩ কার্যদিবস ছুঁয়েছে। প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতির মধ্যোই গত ৩০ এপ্রিল সংসদের সপ্তদশ অধিবেশন শেষ হয়। টানা ৭৭দিন অনুপস্থিতির পর সর্বশেষ গত বছরের ১৮ মার্চ সংসদের দ্বাদশ অধিবেশনে যোগ দিয়েছিল বিএনপিসহ বিরোধী দল।

মওদুদ বলেন,  “সংসদে বিরোধী দলকে কথা বলতে দেয়া হয় না। আমাদের নেতার বিরুদ্ধে কটাক্ষ করে বক্তব্য রাখা হয়। এবারও যদি এ রকম অবস্থা ঘটে তা হলে আমরা সংসদে কীভাবে থাকব। তাই বলছি, সরকারি দলের আচরণের ওপর নির্ভর করবে, আমরা কতো দিন সংসদে থাকতে পারব। মওদুদ আবারো উল্লেখ্য করে বলেন, প্রধানমন্ত্রী ও অন্যান্যরা আমাদেরকে সংসদে যাওয়ার কথা বলেছেন। আমরা কারো আহবানে নয়, জনগণের তাগিদে সংসদে যাব।

আগামী ৩ জুন বর্তমান সরকারের মেয়াদের শেষ বছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। তারই প্রেক্ষিতে এবং নিজেদের সংসদ সদস্যপদ টিকিয়ে রাখতে বিএনপির সাংসদরা এই অধিবেশনে যোগ দিতে সংসদে যাবেন।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025