প্রযুক্তি আকাশ ডেস্ক: আপনার সারা বছর কি একই ভাবে কেটেছে? মানে সবটুকুই কি সুখের আর আনন্দের? যে কষ্টের স্মৃতি আপনি ভুলতে চান তা যদি কেউ আপনার সামনে আবারও তুলে ধরে। তাহলে আপনার কাছে সেটা অবশ্যই সেই ভুলে যেতে চাওয়া কষ্টকে উসকে দেয়ার মতই মনে হবে।
গত বছর এরিকের মেয়ে মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায়, ফেসবুকের ইয়ার ইন রিভিউতে সেই ছবি উঠে এসেছে। ওয়েব ডিজাইন বিষয়ক পরামর্শক এরিক মেয়ার ফেসবুকের ইয়ার ইন রিভিউ অ্যাপটির কড়া সমালোচনা করে জানান, কারও দুঃখের স্মৃতি উসকে দেয়ার অধিকার ফেসবুকের নেই। এরিকের এমন সমালোচনার পক্ষে দাঁড়িয়েছেন অনেকেই। আর দুঃখের স্মৃতি স্মরণ করিয়ে দেয়ার জন্য মাফ চাইল ফেসবুক কতৃপক্ষ। এরিকের সমালোচনার পরিপ্রেক্ষিতে ফেসবুক অ্যাপের পণ্য ব্যবস্থাপক জোনাথান ঘেলার ক্ষমা চান।
তিনি বলেন, ইয়ার ইন রিভিউ অ্যাপটি যাঁদের কষ্ট দিয়েছে, তাদের কাছে ক্ষমা চাইছি। ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে জোনাথান জানান, ইয়ার ইন রিভিউ অ্যাপটি অনেককে আনন্দ দিলেও কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটেছে। ভবিষ্যতে এরিক মেয়ারের ঘটনাটি মনে রেখে ফেসবুক এই অ্যাপটির আরও উন্নয়ন করবে এবং এ ধরনের ঘটনা এড়ানোর চেষ্টা করবে। ফেসবুক ব্যবহারকারীর বছরব্যাপী ফেসবুকে শেয়ার করা ঘটনাগুলোর মধ্যে থেকে এলগরিদমের সাহায্যে বিশেষ ঘটনাগুলো নির্বাচন করে ইয়ার ইন রিভিউ তৈরি করে দিচ্ছে ফেসবুক।
এতে কারও বিয়ে, ভ্রমণের মতো মজার স্মৃতিগুলো যেমন উঠে এসেছে, কারও আবার প্রিয়জনকে হারানোর কষ্টের স্মৃতিও উঠে এসেছে। তাই ফেসবুকের ইয়ার ইন রিভিউ অ্যাপটি নিয়ে সমালোচনাও হয়েছে। ফেসবুকের ইয়ার ইন রিভিউ ফিচারটিতে যে অ্যালগরিদম ব্যবহৃত হয়েছে, তা ফেসবুকে অধিকাংশ ইন্টারঅ্যাকটিভ বিষয়গুলোকে ডিফল্ট আকারে তুলে আনে। ব্যবহারকারী ইয়ার ইন রিভিউ প্রকাশ করার আগে কাস্টোমাইজ করার সুযোগ পাচ্ছে।