বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:১১

ভাল চাকুরির আশায় ব্রাজিলে প্রতারিত ৮০ বাংলাদেশী উদ্ধার

ভাল চাকুরির আশায় ব্রাজিলে প্রতারিত ৮০ বাংলাদেশী উদ্ধার

/ ১৩০
প্রকাশ কাল: শুক্রবার, ১৭ মে, ২০১৩

 

 

 

 

 

 

 

 

 

 

 

দুনিয়া জুড়ে ডেস্ক: মাস প্রতি দেড় হাজার ডলার বা বাংলাদেশী মুদ্রায় ১ লাখ ১৬ হাজার টাকার চাকরির প্রলোভন দেখিয়ে ব্রাজিলে পাঠানো হয়েছিল ৮০ বাংলাদেশীকে। প্রতারক দালালদের কাছে প্রত্যেকে প্রায় ৮ লাখ টাকা দিয়েছিলেন স্বপ্নের এই দেশে বসবাস ও কাজের আশায়। কিন্তু এই স্বপ্ন যেন হারিযে গেল স্বপ্নের মধ্যেই। ব্রাজিলের রাজধানীর ৬টি এলাকায় অভিযান চালিয়ে এই ৮০ জন বাংলাদেশীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ।

বিখ্যাত পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, বাংলাদেশ থেকে ১৬ হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে ওই ৮০ বাংলাদেশী বিনা ভিসায় প্রতিবেশী পেরু, বলিভিয়া ও গায়ানা দিয়ে প্রবেশ করেছিলেন ব্রাজিলে। একইভাবে লোভনীয় বেতনে চাকরির প্রলোভনে প্রলুব্ধ হয়ে বহু বাংলাদেশী পা বাড়াচ্ছেন। আর শেষ পর্যন্ত হচ্ছেন নিঃস্ব।

পুলিশ জানিয়েছে, ওই ৮০ বাংলাদেশী বেশ মানবেতর পরিস্থিতিতে সেখানে দিন কাটাচ্ছিলেন। একই ঘরে থাকতেন ২০ জন। তারা বেকার ও কোন নির্মাণ সংস্থায় কাজ খোঁজ করছিলেন। তাদের অধিকাংশই এ পরিস্থিতিতে দেশে ফিরতে চান না। তারা যেকোন নির্মাণ প্রতিষ্ঠান, ভারতীয় রেস্টুরেন্ট বা যেকোন ধরনের কাজ করতে প্রস্তুত আছেন। কিন্তু দেশে ফিরে যেতে চান না। অনেকেই অভিযোগ করে বলেন, যদি বাংলাদেশে ফিরে যাই, তবে পুলিশের হয়রানিতে পড়তে হবে আমাদের। একইভাবে অনেকই দেশে রেখে গেছেন তাদের স্ত্রী, সন্তান, পিতা-মাতাকে।

এদিকে ব্রাসিলিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ খবরে বিস্ময় প্রকাশ করেছে। তদন্তের ক্ষেত্রে ব্রাজিলীয় কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে দূতাবাসের পক্ষ থেকে। অবৈধভাবে ব্রাজিলে পাড়ি জমানো বাংলাদেশীদের উদ্ধারের পর তাদের গ্রেপ্তার করেনি বাজিলীয় কর্তৃপক্ষ। বরং তাদের শরণার্থী হিসেবে মর্যাদা পেতে আবেদন করার পরামর্শ দেয়া হয়েছে। এখন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ব্রাজিলের ন্যাশনাল কাউন্সিল ফর রেফুজিস সংস্থাটি।

ব্রাজিলের আইন অনুযায়ী অন্য কোন দেশের নাগরিক আদম পাচারকারীদের পাল্লায় পড়ে দেশটিতে পৌঁছলে বা সেখানে মানবেতর পরিস্থিতিতে কাজ করলে, মানবিক দিক বিবেচনা করে তাকে ব্রাজিলের রেসিডেন্ট ভিসা দেয়া যেতে পারে। বিষয়টি বিবেচনাসাপেক্ষ বলে জানিয়ে ব্রাজিল সরকার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2023