শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪৫

জামায়াতের ডাকা প্রথম দিনের হরতাল চলছে

জামায়াতের ডাকা প্রথম দিনের হরতাল চলছে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: দেশজুড়ে বিক্ষিপ্ত পিকেটিং, মিছিল ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে জামায়াতের ডাকে প্রথম দিনের সকাল-সন্ধ্যা হরতাল চলছে। চলবে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত। একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে ফাঁসির আদেশ দেয়ার পর এই হরতালের ডাক দেয়া হয়। আগামীকাল বৃহস্পতিবারও একই সময় পর্যন্ত হরতাল পালন করবে জামায়াত।

বুধবার হরতালের শুরুতে রাজধানীর যাত্রাবাড়ির ঘুন্টিঘরে লরিতে আগুন দেয়া হয়। এ ছাড়া হরতালের সমর্থনে মগবাজার, মালিবাগ, রামপুরা, বকশীবাজার খিলগাঁওয়ে জামায়াত-শিবির নেতাকর্মীরা মিছিল করেছেন। হরতালের কারণে রাজধানীতে গণপরিবহন চলাচল করলেও অন্যান্য দিনের তুলনায় কম। প্রাইভেটকার এবং দূরপাল্লার যানবাবহন চলা বন্ধ রয়েছে। এ ছাড়া রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাসটার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি এবং দূরপাল্লার কোনো যানবাহনও ঢাকা ঢোকেনি।

এছাড়া ট্রেন ও লঞ্চ চলাচল করলেও যাত্রী কম থাকায় এ যানগুলো নির্ধারিত সময়ের পরে ছেড়ে যাচ্ছে। হরতালকে ঘিরে রাজধানীসহ সারাদেশে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশি সতর্ক অবস্থানে রয়েছে। টহলে নামানো হয়েছে বিজিবি, পুলিশ ও র‌্যাবের একাধিক টিম। এদিকে হরতাল চলাকালে চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, গাইবান্ধা, নাটোর, ফেনী ও চাঁদপুরসহ বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে জামায়াত-শিবির নেতাকর্মীরা মিছিল বের করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024