গতকাল সকাল ছয়টার দিকে ঘূর্ণিঝড়ের আঘাতে সময় আশ্রয়কেন্দ্রে এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন ২৪ বছর বয়সী জ্যোৎস্না বেগম। আশ্রয়কেন্দ্রের সবাই মিলে নবাগতের নাম দিয়েছে ‘মহাসেন’। নবজাতকের জন্মের সময় কোন চিকিৎসক না থাকায় তার নানী ধাত্রী হিসেবে কাজ করেছেন। নির্মাণশ্রমিকের সহযোগী হিসেবে কাজ করেন জ্যোৎস্নার স্বামী ফোরকান মৃধা।
প্রাকৃতিক দুর্যোগের সৃষ্ট বলয় মহাসেন বাংলাদেশ অতিক্রম করে ত্রিপুরার দিকে গেলেও এসেছে আরেক মহাসেন। এই মহাসেনকে পেয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স আশ্রয়কেন্দ্রে চলছে আনন্দের বন্যা।
জ্যোৎস্নার স্বজনরা জানান, ঘূর্ণিঝড় মহাসেনের আশঙ্কায় বুধবার বিকালে জ্যোৎস্না তার স্বামী ও মায়ের সঙ্গে পশ্চিম বোয়ালিয়া গ্রাম থেকে সতর্ক সঙ্কেত শুনে এই আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেন। ঘূর্ণিঝড় আতঙ্কের মধ্যেও মহাসেনের জন্ম হওয়ায় সকলের মধ্যেই আনন্দ।
Leave a Reply