শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের গাড়ি লক্ষ্ করে ককটেল হামলার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে পাঠানটুলা এলাকায় অভিযান চালিয়ে জালালাবাদ থানা পুলিশ তাদেরকে আটক করে।
এদিকে ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আফছর খান জানান, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমানসহ দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার বিকেলে মিছিল বের করা হয়। ওই মিছিলটি শান্তিপূর্ণভাবে সুবিদবাজার লন্ডনী রোড এলাকায় গিয়ে পথসভায় মিলিত হয়। মিছিল থেকে কোন ধরণের বিস্ফোরণ ঘটানো হয়নি।
এছাড়া যাদেরকে আটক করা হয়েছে তারা নিরীহ পথচারী। এদের কেউই ছাত্রদলের সাথে সম্পৃক্ত নয়।