বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:১৬

আল-আকসা মসজিদ রক্ষার আহবান

আল-আকসা মসজিদ রক্ষার আহবান

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদ রক্ষায় ফিলিস্তিনিসহ সব মুসলমানকে এগিয়ে আসার আহবান জানিয়েছে ফিলিস্তিন সরকার। গাজায় হামাসের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের মুখপাত্র তাহের নুনু শুক্রবার বলেছেন, আল-আকসা মসজিদে একের পর এক হামলাসহ ইহুদিবাদী ষড়যন্ত্র ঠেকাতে সব ফিলিস্তিনিকে এগিয়ে আসতে হবে এবং কার্যকরি পদক্ষেপ নিতে হবে।

কয়েক মাস আগে ইসরাইলি কর্তৃপক্ষ ঘোষণা করেছে, তারা আল-আকসা মসজিদের আশপাশে  ইহুদিদের জন্য পার্ক ও কিছু পাবলিক স্থাপনা নির্মাণ করবে।  দখলদার ইসরাইল ১৯৬৭ সালের পর থেকে আল-আকসা মসজিদ ও এর আশপাশে অন্তত  ৬১ টি ইহুদি উপাসনালয় বা সিনাগগ নির্মাণ করেছে। ইসরাইল ১৯৪৮ সালে আল-আকসা মসজিদ অধ্যুষিত কুদস শহরের পশ্চিম অংশ এবং ১৯৬৭ সালে শহরটির বাদ-বাকি অংশ দখল করে নেয়।

বিশ্বের সব মুসলমানের উদ্দেশে তাহের নুনু আরো বলেন, আসুন, ইহুদিবাদীদের হাত থেকে আল আকসা মসজিদকে রক্ষার জন্য সবাই নিজ নিজ দায়িত্ব পালন করি । সম্প্রতি ইহুদিবাদীরা আল-আকসা মসজিদে আক্রমণাত্মক ততপরতা বাড়িয়ে দিয়েছে এবং নানাভাবে মসজিদের অবমাননা করছে। দখলদার ইসরাইল আল-আকসা মসজিদের অবকাঠামো দুর্বল করতে রাসায়নিক সামগ্রীও ব্যবহার করছে বলেও ফিলিস্তিনি সূত্রগুলো খবর দিয়েছে।

 

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024