শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গত বছরের ৫ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের এক বছর পূর্তিতে ৫ই জানুয়ারি গণতন্ত্র হত্যা ও কালো দিবস উপলক্ষে বৃটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপি। সোমবার স্থানীয় সময় দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী বৃটিশ পার্লামেন্টের সামনে অবস্থান করে।
নানা দাবি সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে ও মাথায় কালো কাপড় বেঁধে নেতাকর্মীরা শেখ হাসিনার পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনে চাপ প্রয়োগের জন্য বৃটিশ সরকারের প্রতি দাবি জানান। এই দাবিতে তারা বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বরাবর একটি স্মারকলিপিও দিয়েছেন। যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে যুবদল, তরুণ দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভে অংশ নেন। ‘ডাউন ডাউন শেখ হাসিনা, শেইম শেইম শেখ হাসিনা, হাসিনা মাস্ট গো, কিলার হাসিনা গো এ ওয়ে’ ইত্যাদি নানা দাবি সম্বলিত ব্যানার নিয়ে জ্বালোরে জ্বালো আগুন জ্বালো, একশান একশান ডাইরেক্ট একশন ইত্যাদি নানা শ্লোগান দিতে দেয়।
গত বছরের ৫ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিনটিকে বিএনপি গণতন্ত্রের হত্যা দিবস হিসেবে ঘোষণা করে। এ উপলক্ষে বিক্ষোভ সমাবেশ শেষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিটিজেন মুভমেন্ট ইউকের আহ্বায়ক এম এ মালেক, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহ সভাপতি তৈমুছ আলী, আক্তার হোসেন, মঞ্জুরুস সামাদ চৌধুরী, মুজিবুর রহমান মুজিব, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, সহসাধারণ সম্পাদক এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, প্রচার সম্পাদক এম এ কাইয়ুম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ৫ই জানুয়ারি গণতন্ত্র হত্যা ও কালো দিবস উপলক্ষে বেগম খালেদা জিয়া স্বৈরাচারী সরকারের হাত থেকে গণতন্ত্র পুণরুদ্ধারের যে ডাক দিয়েছেন যে ডাকে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মতো শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত সবাইকে রাজপথে অবস্থান করতে হবে।
বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শেখ হাসিনা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। জনগণের চাওয়া ছিল একটি নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন। কিন্তু তারা জানে নিরপেক্ষ নির্বাচন হলে তারা বিজয় লাভ করতে পারবে না ; তাই ৫ই জানুয়ারি তামাশার নির্বাচনের মাধ্যমে তারা জোর করে ক্ষমতা দখল করে আছে। সমাবেশে বক্তারা আরও বলেন, তাদের দাবি একটাই শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচন দিতে হবে। আন্তর্জাতিকভাবে যাতে একটি চাপ তৈরি হয় সেজন্য তারা বিদেশের মাটিতে এমন কর্মসূচি পালন করছেন বলে জানান। শেখ হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত নেতাকর্মীরা রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গণতন্ত্রের কালো দিবস উপলক্ষে যুক্তরাজ্য, আমেরিকাসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। দলের নির্দেশনা অনুযায়ী বেলজেয়িাম, ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশে স্থানীয় নেতাকর্মীরা সংশ্লিষ্ট দেশের পার্লামেন্ট কিংবা জাতিসংঘ অফিসের সামনে অবস্থান নিয়েছেন। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা নসরুল্লাহ খান জুনায়েদ, শামীম আহমেদ, সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, শাবি’র সাবেক সহকারী অধ্যাপক ড. মুজিবুর রহমান, যুক্তরাজ্য যুবদলের আহ্বায়ক দেওয়ান মুকাদ্দেম চৌধুরী নিয়াজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির আহমেদ শাহীন, সদস্য সচিব আবুল হোসেন, জাসাস সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুক্তরাজ্য আইনজীবি ফোরামের আহ্বায়ক ব্যারিষ্টার তারেক বিন আজিজ, সদস্য সচিব বিপ্লব পোদ্দার প্রমুখ।