বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৪১

জি কে গউছ সাময়িক বরখাস্ত: পিয়ারা বেগম হবিগঞ্জের ভারপ্রাপ্ত পৌরমেয়র

জি কে গউছ সাময়িক বরখাস্ত: পিয়ারা বেগম হবিগঞ্জের ভারপ্রাপ্ত পৌরমেয়র

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার আসামী হিসেবে কারাবন্দী থাকায় হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব জি কে গউছকে মেয়রের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়- যেহেতু মেয়র জি কে গউছকে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আসামী করা হয়েছে এবং তিনি জামিন আবেদন করার পর তার জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে সেজন্য বিধি মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

অপর এক আদেশে হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ ও মহিলা কাউন্সিলর পিয়ারা বেগমকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপ-সচিব মোঃ খলিলুর রহমান এক আদেশে তাকে এই দায়িত্ব প্রদান করেন। আদেশে উল্লেখ করা হয়- বর্তমানে হবিগঞ্জ পৌরসভার মেয়র পদ শূন্য হওয়ায় পৌরসভার প্যানেল মেয়র-১ স্থানীয় সরকার (পৌরসভা) এর কার্য বিধিমালা অনুসরণ করে মেয়র এর আর্থিক ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য প্যানেল মেয়র পিয়ারা বেগমকে দায়িত্ব প্রদান করা হল। আদেশের অনুলিপি হবিগঞ্জের জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, ও  হবিগঞ্জ পৌরসভার সচিবকে প্রদান করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024