শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮

দাবি না মানা পর্যন্ত বিএনপির অবরোধ চলবে

দাবি না মানা পর্যন্ত বিএনপির অবরোধ চলবে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেয়ার দাবি পূরণ না হওয়া পর্যন্ত ২০ দলের ডাকা সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচী চলবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। আজ দুপুরে বারিধারার একটি বাসায় সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি।

রিজভী আহমেদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। গ্যাস দিয়ে তাকে হত্যার চেষ্টা করেছে সরকার। এছাড়া দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বের তাদের মুক্তি দেয়ার দাবি জানান তিনি। দাবি না মানা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়ে রিজভী আহমেদ বলেন, অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশব্যাপী লাগাতার অবরোধ চলবে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024