আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহনের ব্যাপারে বিএনপির দলীয় কোন চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই মেয়র প্রার্থী মনোনয়ন বিষয়ে যেসব খবরাখবর বিভিন্ন সংবাদ পত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত হচ্ছে তা মনগড়া ও ভিত্তিহীন। উল্লেখিত সংবাদের সাথে ভিন্ন মত পোষণ করে সিলেট মহানগর বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয়ভাবে বিএনপি যদি শেষ পর্যন্ত নির্বাচন বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয় তবে দলের কেন্দ্রীয় দায়িত্বশীল নেতা মনোনয়ন প্রত্যাশীদের পাশাপাশি সিলেট বিএনপির দায়িত্বশীল নেতাকর্মীদের মতামতের আলোকে যে কেউকে পরোক্ষ সমর্থন দিতে পারে। তাই চুড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পত্র পত্রিকায় বা ইলেক্ট্রনিক মিডিয়ায় ভিত্তিহীন সংবাদ প্রচার ও প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়।
Leave a Reply