নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে বসবাসরত বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য মন্তব্য প্রচারে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারে বাধা দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন এ্যাফেয়্যার্স কমিটি। একইসঙ্গে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
গত বুধবার (৭ জানুয়ারী) হাউজ অব ফরেন এফেয়ার্স কমিটির চেয়ারম্যন এ্যাড রয়েচসহ ছয়জন প্রভাবশালী কংগ্রেস সদস্যের স্বাক্ষরিত এ বিবৃতিতে এই উদ্বেহ প্রকাশ করা হয়। বিবৃতিতে স্বাক্ষর করেছেন, ইলিয়ট এল এঞ্জেল, ডওয়ার্ড আর রয়েস, স্টিভ চ্যাবট, জোসেফ ক্রাউলি, জর্জ হোল্ডিং এবং গ্রেস ম্যাং। বিবৃতিতে তারেক রহমানের বক্তব্য প্রচারে কোর্টের রুল জারি, গনমাধ্যমে বিরোধী দলের বক্তব্য প্রচারে সরকারের হস্তক্ষেপের নিন্দা জানানো হয়। প্রচার মাধ্যমে ভিন্ন মতের বক্তব্য প্রচারে সরকারের অযাচিত হস্তক্ষেপ বাক স্বাধীনতার পরিপন্থি বলেও মনে করেন মার্কিন ফরেন এফেয়ার্স কমিটির চেয়ারম্যান।
বিবৃতিতে অরো বলা হয়, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ন বন্ধু রাষ্ট্র। দীর্ঘ দিন ধরে বাংলাদেশের সাথে বানিজ্যিক, রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তাই বাংলাদেশের পরিস্থিতি গভীর ভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন যুক্তরাস্ট্র। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা নিয়ে যুক্তরাস্ট্র বিশেষভাবে উদ্বিগ্ন বলে জানায় যুক্তরাষ্ট্রের ফরেন এফেয়ার্স কমিটি। বিবৃতিতে বলা হয়, গত কয়েকদিন ধরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তার কার্যালয়ে অবরুদ্ধ রাখারও নিন্দা জানান এ্যাড রয়েচ।
বিবৃতিতে, সরকার কঠোর হাতে বিরোধী দলকে দমনের চেষ্টা করছে। এই ক্ষেত্রে পুলিশ ও অন্যান্য বাহীনিকে ব্যবহার করারও নিন্দা জানানো হয়। বাংলাদেশে চলমান এই রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা এবং বিরোধী দলের প্রতি সরকারের দমন পীড়ন দেশের গনতন্ত্রের জন্য বড় বাধা বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এই প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়বে বলে আশংকা করে মার্কিন যুক্তরাষ্ট্র।
এতে বলা বর্তমানে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৬ শতাংশ হলেও, এ ধরনের রাজনৈতিক অস্থিরতা এবং সংঘর্ষ চলতে থাকলে প্রবৃদ্ধি হ্রাস পাবে এবং দরিদ্রতা বৃদ্ধি পাওয়ার আশংকা করেন তারা। এদিকে মার্কিন ফরেন এফেয়ার্স কমিটির এই উদ্বেগের বিষয়টি ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস সহ বেশ কয়েকটি আর্ন্তজাতিক সংবাদমাধ্যমেও প্রকাশ করা হয়।