মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপে চীন ও নেপালের পর এবার শ্রীলঙ্কাকে হারিয়েছেন বাংলাদেশের মেয়েরা। আজ রোববার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ রানে হারিয়েছে সালমার দল। আর এই জয় দিয়ে গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে ১৮ ওভারে মাত্র ৬২ রান তুলতেই সব কটি উইকেট হারান বাংলাদেশের মেয়েরা। রোমানা আহমেদ ছাড়া আর কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোঠা। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করে অপরাজিত ছিলেন রোমানা আহমেদ। শ্রীলঙ্কার পক্ষে ইনোকা রানাওয়েরা ৪ ওভারে ৯ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট।
ব্যাট হাতে সন্তোষজনক পারফরমেন্স দেখাতে না পারলেও বল হাতে দুর্দান্ত খেলেছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। মাত্র ৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমেও অভিজ্ঞতাটা সুখকর হয়নি লঙ্কানদের। ১৯.৪ ওভারে মাত্র ৫৭ রান তুলতেই অলআউট হন শ্রীলঙ্কান মেয়েরা। বাংলাদেশের পক্ষে ৩.৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন অধিনায়ক সালমা খাতুন। এই দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে বাংলাদেশের অধিনায়কের হাতে।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে চীনকে ৬ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারান বাংলাদেশের মেয়েরা।
Leave a Reply