শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেটের বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক মুহম্মদ আবদুল হান্নান আর নেই (ইন্নালিল্লাহি—রাজিউন)। তিনি সোমবার বিকেল সাড়ে ৪টায় সিলেটে তার ফাজিলচিশত্ ১৩/৩ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
মৃত্যুকালে তাঁর স্ত্রী, তাঁর ছেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের হৃদরোগ বিশেষজ্ঞ মো. মাহবুবুল আলম জীবন, এক মেয়ে, নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। কর্মজীবনে তিনি বাংলাদেশ কৃষিব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ছিলেন। ২০০৩ সালের ৩১ ডিসেম্বর অবসরে যান। তিনি ছিলেন সিলেট সাহিত্য পরিষদের উপদেষ্টা এবং বৃন্দস্বরের অন্যতম সভ্য। ১৯৪৫ সালের ৩১ ডিসেম্বর ঢাকাদক্ষিণের দত্তরাইলে জন্মগ্রহণ করেন। অর্থনীতি বিষয়ে স্নাতকত্তোর ডিগ্রিধারী মুহম্মদ আবদুল হান্নান একজন নির্ভৃতচারী কবি।
তাঁর উল্লেখিত গ্রন্থ- কাতুকুত (লিমেরিক-১৯৮৭); গণমানুষের কবিতা (১৯৯৩); মেঘে মেঘে রোদ্দুর (কবিতা-১৯৯৯); ভালোবাসার লিমেরিক (২০০০); অন্তরে অন্তরা (গীতিকবিতা-২০০২); বিহিতা আর ফিরে আসবে না (ছোটোগল্প-২০০৪); মাছের মায়ের মুখে সোনার চামচ (কবিতা-২০০৮); চোখের মণি সোনার খনি দীপন সোনা (২০১০); আড্ডার নির্যাস (কবিতা-২০১৪)। মরহুমের জানাজার নামাজ আজ মঙ্গলবার বাদ জোহর গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
বিশিষ্ট কবি মো. আব্দুল হান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শেখ আব্দুস সোবহান ও কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারে সদস্যদের প্রতি সমবেদন জ্ঞাপন করেন।