শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের অবরোধ চলবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে আন্দোলন আরও বেগবান করতে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মহিলা দলের নেত্রী রাবেয়া সিরাজ। দুপুরে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসে তিনি সাংবাদিকদের একথা বলেন।
রাবেয়া সিরাজের নেতৃত্বে ১১ জন মহিলা নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। সোয়া দুইটায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চাইলে বাসায় যেতে পারেন প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলেন রাবেয়া সিরাজ বলেন, বের হতে বাধা না থাকলে কেন বালি ট্রাক রাস্তায় রাখা হয়েছে। আমাদেরকে কেন সেখানে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়? উনাকে এখনও অবরুদ্ধ করে রাখা হয়েছে।