প্রযুক্তি আকাশ: ইন্টারনেট ব্যান্ডইউথে আপলোডের গতি কমানোর নির্দেশনা প্রত্যাহার করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। রোববার সকালে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোকে (আইআইজি)সিদ্ধান্ত প্রত্যাহারে বিষয়টি জানায় বিটিআরসি।
প্রসঙ্গত: গত বৃহস্পতিবার অবৈধ ভিওআইপি প্রতিরোধে ইন্টারনেট ব্যান্ডইউথে আপলোড গতি সর্বোচ্চ ২৫ শতাংশ করার জন্য আইআইজি গুলোকে নির্দেশনা দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ফেইসবুকে ছবি আপলোড, স্কাইপে ভিডিও চ্যাটসহ ইন্টারনেট ব্যবহারে নানা সমস্যায় পড়েছিলেন ব্যবহারকারীরা। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানায় এ নির্দেশনার ফলে বৃহস্পতিবার থেকে তারা ইন্টারনেট আপলোড গতি ৭৫ শতাংশ কমিয়ে আনায় গ্রাহকরা আপলোড গতি কম পাচ্ছিলেন।
তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এ নির্দেশনায় ভালোর দিকটা দেশী বলে ধারণা তাদের। নয়তো ইন্টানেট ভিত্তিক বাংলাদেশ পিছিয়ে যেত অনেক।
তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্টানের সাথে আলাপে জানা যায়, রোববার সকালে ইন্টারনেট ব্যন্ডইউথ গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহারের চিঠি পাঠায় বিটিআরসি। সিদ্ধান্ত প্রত্যাহারের পরপরই আইআইজিগুলো ইন্টারনেট আপলোড গতি স্বাভাবিক হয়েছে। তাৎক্ষনিক আপলোড গতিতে বৃদ্ধি পেয়েছে বলে তারা জানান।
Leave a Reply