শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন, জামাত শিবির এর রাজনীতি নিষিদ্ধ ও চৌধুরী মঈনউদ্দিনকে দেশে ফিরিয়ে নেওয়ার দাবীতে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেন্ট্রাল লন্ডনে একটি কমিউনিটি সেন্টারে।
গত ১২ই জানুয়ারী সোমবার সন্ধ্যা ৭ ঘটিকায় সেন্ট্রাল লন্ডনের কমিউনিটি সেন্টারে বৃটেনের বার্মিঙহাম, লন্ডন, ওয়েলস, স্কটল্যান্ড, মিডল্যান্ড, কার্ডিফ, বৃস্টল বাথ, ওয়েস্ট, সোয়ানসী, নিউপোর্ট, ম্যানচেষ্টার, ডরসেট, হলহাম্বার, লুটনসহ বৃটেনের বিভিন্ন শহর থেকে স্ব স্ব ব্যানারসহ আগত জনসমাগমের উপস্থিততে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র কেন্দ্রীয় কমিটির উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও লন্ডন থেকে চৌধুরী মঈনুদ্দিনকে দেশে ফিরিয়ে নেওয়ার দাবীতে এক সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের পর জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদান ও মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে নিরবাত পালনসহ দোয়া করা হয। বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক বুদ্ধিজীবি, কলামিষ্ট সংগঠনের প্রধান উপদেষ্ঠা আব্দুল গাফ্ফার চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা কনভেনার মকিস মনসুর আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সভাপতি শামসুদ্দিন খান ছাড়াও লন্ডনের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র ওয়েলস, মিডল্যান্ড বার্মিংহাম, ম্যানচেষ্টার, সোয়ানসী, কার্ডিফ, নিউপোর্ট, স্কটল্যান্ড, বৃস্টল বাথ ওয়েস্ট, লুটন, হলহাম্বার, ডরসেট থেকে আগত সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক বুদ্ধিজীবি, কলামিষ্ট সংগঠনের প্রধান উপদেষ্ঠা আব্দুল গাফ্ফার চৌধুরী জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে’র কর্মকান্ডের ভুয়শী প্রশংসা করে বলেন সংগঠনের প্রতিষ্ঠাতা কনভেনার মকিস মনসুর আহমদ ১৯৯৬ সাল থেকে সমগ্র বৃটেনজুড়ে যে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন আমি শুরু থেকেই সমর্থন করে আসছি, যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আরো জুড়ালো আন্দোলন করা উচিত বলে অভিমত ব্যক্ত করে বলেন, অবিলম্বে চৌধুরী মঈনুদ্দিনকে দেশে ফিরিয়ে নিতে হবে।
চিিহ্নত যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন জামাত বিএনপি ও তারেক জিয়া লন্ডনে বসে যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত এবং যুদ্ধাপরাধীদের বিচারকে প্রশ্নবিদ্ধ করার যে অপচেষ্টা করছে তার নিন্দা জানান এবং এসব অপরাজনীতি ও অপচেষ্টার বিরুদ্ধে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে আরও বলিষ্ট ভুমিকা রাখার আহ্বান জানান।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আন্দোলনরত সংগঠন ও আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের সমর্থনে ও বাংলাদেশের সঠিক ইতিহাস ও উজ্জল ভাবমুর্তি বিশ্ব বিবেকের সামনে তুলে ধরার মানসে ক্যাম্পেইনরত সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে ১৯৯৬ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি সমগ্র বৃটেনব্যাপী সংগঠনের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় কনভেনার সাবেক ছাত্রনেতা ও কমিউনিটি লিডার মকিস মনসুর আহমদের নেতৃত্বে বৃটিশ এমপি এসেম্বলী মেম্বার ইউরোপিয়ান পার্লামেন্ট মেম্বার, মানবাধিকারকর্মী ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের সাথে নিয়ে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলছে।