আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পোপ ফ্রান্সিস বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতারও একটা সীমা আছে। অন্যের ধর্মবিশ্বাসকে আপনি হেয় করতে পারেন না। অন্যের ধর্মবিশ্বাস নিয়ে আপনি মশকরা করতে পারেন না। কারও ধর্মবিশ্বাস নিয়ে ব্যঙ্গ করা মত প্রকাশের স্বাধীনতা নয়। শ্রীলঙ্কা সফর শেষে ফিলিপাইনে যাওয়ার পথে এমন মন্তব্য করেন পোপ। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিপেনডেন্ট ও বার্তা সংস্থা এপি।
এদিকে ফ্রান্সের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদোর সর্বশেষ সংখ্যার প্রচ্ছদে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র পুনরায় প্রকাশের প্রতিবাদে ফিলিপাইনে গতকাল প্রায় ১,৫০০ মানুষ বিক্ষোভ সমাবেশ করেন। পোপ ফ্রান্সিস বলেন, কেউ যদি আমার মাকে গালি দেয়, তাহলে তার একটি ঘুষি প্রাপ্য। উদাহরণ দেয়ার জন্য পোপ বিমানে তার পাশে দাঁড়িয়ে থাকা আলবার্তো গ্যাসপারিকে দেখিয়ে বলেন, আমার ভালো বন্ধু ডক্টর গ্যাসপারি যদি আমার মায়ের বিরুদ্ধে কোন অশোভন শব্দ উচ্চারণ করেন, তিনি একটি ঘুষির প্রত্যাশা করতে পারেন। এ সময় হাত মুঠো করে তাকে ঘুষি মারার ভঙ্গিও করেন পোপ।
আলবার্তো গ্যাসপারি পোপের বিভিন্ন সফরের আয়োজন করে থাকেন। পোপ বলেন, এটা স্বাভাবিক। আপনি প্ররোচিত করতে পারেন না। অন্যের ধর্মবিশ্বাসকে আপনি অসম্মান করতে পারেন না। অন্যের ধর্মবিশ্বাস নিয়ে আপনি মশকরা করতে পারেন না।