প্রযুক্তি আকাশ ডেস্ক: অ্যাপল ভক্তদের জন্য সুসংবাদই বটে। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নতুন ম্যাকবুক এয়ার নিয়ে হইচই পড়ে গেছে। সুসংবাদটি হচ্ছে নতুন মডেলের ম্যাকবুক এয়ার বাজারে আনতে পারে অ্যাপল। এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপল ইনসাইডার।
এদিকে অ্যাপল পণ্য বিক্রেতাদের বরাতে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, জুন মাস নাগাদ ১৩.৩ ইঞ্চি, ধাতব কাঠামোর হালকা-পাতলা ল্যাপটপ বা ম্যাকবুক এয়ার বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি। কারণ, এরমধ্যে ম্যাকবুক এয়ারের পুরোনো সংস্করণগুলোর বিক্রি শেষ করে ফেলেছে বিক্রেতারা। উচ্চ রেজুলেশনের ডিসপ্লে প্রযুক্তি ও ইনটেলের নতুন ‘হ্যাসওয়েল’ চিপ যুক্ত হতে পারে ম্যাকবুক এয়ারের নতুন সংস্করণে।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, নতুন পণ্য হিসেবে সাশ্রয়ী আইফোন ৫ এস বা আইফোন ৬, ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার, আইপ্যাড ৫, আইপ্যাড মিনি ২, আইপডের নতুন সংস্করণ, আইটিভি, আইওএস ৭সহ এরকম আরও কয়েকটি পণ্যের ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।
অ্যাপল কর্তৃপক্ষ ম্যাকবুক এয়ার নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ না করলেও প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, চলতি বছরের জুন মাসে অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স সম্মেলনে বেশ কয়েকটি নতুন পণ্যের ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।
Leave a Reply