রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯

সংলাপের টেবিল নয়, কারাগারে জায়গা খালেদার

সংলাপের টেবিল নয়, কারাগারে জায়গা খালেদার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: তথ্যমন্ত্রী জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আগুনে মানুষ পোড়ানোর আসামি খালেদা জিয়ার জায়গা সংলাপের টেবিল নয়, কারাগার। আজ সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে রেখে বাংলাদেশ উন্নতি ও শান্তির পথে আর এগুবে না। খালেদা হচ্ছে রাজনীতির শনি ও দুষ্টগ্রহ। সরকারের সমালোচনা করার আগে আগুনে মানুষ পোড়ানোর আসামি ওই খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় করার সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, আগুনে মানুষ পোড়ানোর ঘটনা বন্ধ না করলে তাকে গ্রেফতার না করার আবদার হবে জাতীর সঙ্গে রশিকতার সামিল। তাই তাকে রাজনীতি থেকে বিদায় জানানো ছাড়া অন্য কোনো পথ নেই।

এসময় মন্ত্রী আরও বলেন, ক্ষমতা পাগল, রাজাকার পাগল খালেদা জিয়া উন্মাদ হয়ে গেছেন। তার কাছে মুসল্লিদের ইজতেমা ও বাচ্চাদের পরীক্ষারও দাম নাই। পৃথিবীর অন্যদেশে এ রকম উন্মাদ নেতা নেত্রীকে যেভাবে মোকাবেলা করা হয় সেভাবেই বাংলাদেশে মোকাবেলা করা হবে। ঢাকায় সাংবাদিকদের সঙ্গে বৈঠকের ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, এটা নিয়মিত বৈঠকের অংশ। এ বৈঠক থেকে নাশকতা বন্ধে গণমাধ্যমের সহযোগীতা চাওয়া হয়েছে।

এসময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মুস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন ও যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জাসদ নেতা আহম্মেদ আলীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024