শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মালয়েশিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এয়ারলাইন্সটির ওয়েবসাইটে গিয়ে একটি টপ হ্যাট ও ডিনার জ্যাকেট পরিহিত গিরগিটির ছবি দেখা যাচ্ছে। গিরগিটির ঠোঁটে স্মোকিং পাইপ। ওয়েবসাইটজুড়ে একটিই বার্তা: ৪০৪- বিমান পাওয়া যায়নি এবং গিরগিটি স্কোয়াড হ্যাক করেছে- অফিসিয়াল সাইবার খেলাফত।
হ্যাকাররা তিনটি অশনাক্তকৃত টুইটার অ্যাড্রেসের একটি তালিকা দিয়েছে এবং র্যাপধর্মী একটি গানও রেকর্ড করেছে সেখানে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিমানবন্দর কর্তৃপক্ষ সাইবার হামলার বিষয়ে কোন মন্তব্য করেনি। গত বছর দুটি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছিল মালয়েশিয়া এয়ারলাইন্স। মার্চে এমএইচ৩৭০ বিমানটি ২৩৯ আরোহীসহ নিখোঁজ হয়। এর কয়েক মাস পর গুলি করে ভূপাতিত করা হয় যাত্রীবাহী এমএইচ১৭ বিমানটিকে।