রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯

লন্ডনে ছোট ভাইয়ের দোয়া মাহফিলে তারেক: কোকো এবং চলমান আন্দোলনে শহীদদের জন্য দোয়া কামনা

লন্ডনে ছোট ভাইয়ের দোয়া মাহফিলে তারেক: কোকো এবং চলমান আন্দোলনে শহীদদের জন্য দোয়া কামনা

নিউজ ডেস্ক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে লন্ডনে মিলাদ মাহফিল করা হয়েছে। পুর্ব লন্ডনের ব্রিকলেইন হামে মসজিদে আয়োজিত এই মিলাদ মাহফিলে অংশ নেন বৃটেনে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপার্সন তারেক রহমান।

মঙ্গলবার বাদআছর লন্ডনের ব্রিকলেন জিয়া পরিবারের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে অংশ নিয়ে মরহুম আরাফাত রাহমান কোকোর বড় ভাই তারেক রহমান ভাইয়ের জন্য আবারো দেশবাসীর দোয়া চেয়েছেন। আল্লাহর কাছে তার গুনাহ মাফ চেয়েছেন। দেশবাসীর দোয়া চেয়েছেন

মা বেগম খালেদা জিয়ার জন্য, নিজের পরিবারের জন্য যাতে আল্লাহ তাদের পরিবারকে এই শোক ও কষ্ট সইবার শক্তি দেন। বাবা জিয়াউর রহমানের জন্যও দোয়া চেয়েছেন। একইসঙ্গে গনতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে যারা শহীদ হয়েছেন আল্লাহর দরবারে তাদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

তাদের জন্যও দেশবাসীর দোয়া চেয়েছেন। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আল্লাহ যেন তাদেরকে শোক সইবার শক্তি দেন। মিলাদ মাহফিলে যুক্তরাজ্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন।

মাহফিলে আরো অংশ নেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, যুক্তরাজ্য সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. কে এম এ মালিক, সিনিয়র যুগ্ম আহ্ব্য়াক নসরুল্লাহ খান জুনায়েদ, সদস্য সচিব ব্যারিস্টার প্রকৗশলী তারিক বিন আজিজ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক সহকারি প্রেস সচিব আশিক ইসলাম, ব্যারিস্টার মীর হেলাল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ মল্লিক, যুবদল যুক্তরাজ্য শাখার আহ্বায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির আহমেদ শাহীন, জাসাস সভাপতি এমএ সালাম, জিয়া পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী রেজাউল করিম এবং প্রবাসী সাংবাদিক মাহবুবুর রহমানসহ অনেকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024