বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:১৫

বিশ্বের শীর্ষ ড্রোন রপ্তানিকারক দেশ ইসরাইল

বিশ্বের শীর্ষ ড্রোন রপ্তানিকারক দেশ ইসরাইল

 

ইসরাইলি সংবাদপত্র হারেটজ এর মতে, চালকবিহীন বিমান বা ড্রোন রপ্তানির ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে এগিয়ে থাকা দেশটি হচ্ছে ইসরাইল। বিশ্বের শীর্ষ ড্রোন রপ্তানিকারক এ দেশটি শুধু ড্রোন বা আনম্যানড এয়ারিয়াল ভেহিকলস (ইউএভি) বিক্রি করে গত ৮ বছরে ৪৬০ কোটি ডলার আয় করেছে। ইসরাইলের মোট সামরিক সরঞ্জাম রপ্তানির প্রায় ১০ শতাংশই ড্রোন রপ্তানির দখলে।

ড্রোনের আরও অত্যাধুনিক সংস্করণ বের করার ক্ষেত্রে ভারতের সঙ্গে ইসরাইলের যে গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হয়েছে, তা বাদ দিয়েই এ পরিসংখ্যানটি উল্লেখ করেছে ফ্রস্ট অ্যান্ড সালিভান বিজনেস কনসাল্টিং ফার্ম। ব্যবসা সংগঠনটি ড্রোন রপ্তানির ওপর একটি জরিপ পরিচালনার পর এ তথ্য প্রকাশ করেছে।

ইসরাইলি সংবাদপত্র হারেটজ এর ওপর একটি প্রতিবেদনও ছেপেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। ব্যবসা প্রতিষ্ঠানটির দেয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮ সালে ইসরাইল ১৫ কোটি ডলারের ড্রোন বিক্রি করেছে। ২০০৯ সালে তা অনেকটাই বেড়ে দাঁড়ায় ৬৫ কোটি ডলারে। ২০১০ সালে রেকর্ড ৯৭ কোটি ৯০ লাখ ডলারের ড্রোন রপ্তানি করেছিল ইসরাইল। ২০১১ সালে তা কমে দাঁড়ায় ৬২ কোটি ৭০ লাখ ডলারে। আর ২০১২ সালে তা নেমে আসে ২৬ কোটি ডলারে। ওই পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে, ইউরোপে সবচেয়ে বেশি ৫০ শতাংশ, এশিয়ায় ৩৪ শতাংশ, লাতিন আমেরিকায় ১১ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৩ দশমিক ৯ শতাংশ ও আফ্রিকায় ১ দশমিক ৫ শতাংশ হারে ড্রোন রপ্তানি করে থাকে ইসরাইল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024