নিউজ ডেস্ক: সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিনকে বিরোধী দলীয় হুইপ হিসেবে মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি। সংসদের বিরোধী দলীয় নেতার কার্যালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোঃ মামুন হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদীয় কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার জন্য সেলিম উদ্দিনকে হুইপ হিসেবে মনোনয়ন দেওয়া হয়। সংসদ সদস্য সেলিম উদ্দিন সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি এবং কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিবের দায়িত্বে রয়েছেন।