শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৩

ভারতের স্বরাষ্ট্র সচিব বরখাস্ত

ভারতের স্বরাষ্ট্র সচিব বরখাস্ত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের পর এবার স্বরাষ্ট্র সচিব অনীল গোস্বামীকেও সরিয়ে দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে সারদা কেলেঙ্কারির তদন্তে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবর।

ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক হিন্দুর খবরে বলা হয়, বুধবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের এক বৈঠকে অনীলকে সরিয়ে দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। বিষয়টি জানিয়ে দেওয়ার পর অনীল গোস্বামী মন্ত্রীর সঙ্গে দেখা করে তার পদত্যাগপত্র দেন বলে বার্তা সংস্থা আইএএনএসের এক প্রতিবেদনে জানানো হয়।

রাতেই নতুন স্বরাষ্ট্র সচিব হিসাবে এল সি গয়ালের নাম জানিয়ে দেওয়া হয়েছে, যিনি কেন্দ্র সরকারের পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন। সারদা গ্রুপের হাজার কোটি রুপি দুর্নীতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত সপ্তাহে কংগ্রেসের সাবেক মন্ত্রী মাতাং সিংয়ের গ্রেপ্তার ঠেকাতে সিবিআই কর্মকর্তাদের ফোন করার অভিযোগে রয়েছে অনীল গোস্বামীর বিরুদ্ধে।

ওই অভিযোগের কারণে অনীলকেও যে সরে যেতে হতে পারে সে আভাস ভারতীয় গণমাধ্যমে আগেই পাওয়া গিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বুধবার সকালে তার দপ্তরের সচিবকে ডেকে পাঠান এবং অনীল সেখানে অভিযোগের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন বলে হিন্দুর প্রতিবেদনে বলা হয়। এরপর রাতে তাকে সরিয়ে দেওয়ার খবর আসে। চলতি বছর জুন পর্যন্ত অনীল গোস্বামীর চাকরির মেয়াদ থাকলেও অভিযোগ মাথায় নিয়ে আগেই তাকে চাকরি ছাড়তে হলো।

এর আগে গত ২৯ জানুয়ারি পররাষ্ট্র সচিবের দায়িত্ব চালিয়ে আসা সুজাতা সিংকেও বরখাস্ত করা হয়, যার মেয়াদ পূর্তির সাত মাস বাকি ছিল। সারদা কেলেঙ্কারিতে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের চার প্রভাবশালী নেতাকে এ পর্যন্ত গ্রেপ্তার করেছে সিবিআই, যাদের মধ্যে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ট একাধিক মন্ত্রীও আছেন।

সারদা গ্রুপের এমএলএম কোম্পানি সারদা সম্পদ অল্প সময়ে বেশি লাভের লোভ দেখিয়ে বেআইনিভাবে আমানত সংগ্রহের মাধ্যমে পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষের কাছ থেকে কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবর। ওই অর্থের ভাগ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের উচ্চ পর্যায়েও গেছে বলে অভিযোগ রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024