নিউজ ডেস্ক: বিরোধীজোটের ডাকা টানা অবরোধের মধ্যে ভয় ও শঙ্কা নিয়েই আজ শুক্রবার দেশব্যাপী শেষ হলো এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা।সকাল নয়াটা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোনো রকম বাধাছাড়াই বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হয়।সব জায়গা থেকেই শান্তিপূর্নভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা জানা গেছে।
অভিভাবকরাও বেশ খুসী। প্রথম পরীক্ষা সম্পন্ন হওয়ার পর অভিভাবকরা আশা প্রকাশ করে বলেছেন, আগামী পরীক্ষাগুলো এভাবেই শান্তিপূর্ণভাবে হবে। সকাল নয়টার আগেই অভিভাবকরা কেউ গাড়িতে আবার কেউ মোটরসাইকেল করে তাদের ছেলে মেয়েদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে হাজির হন।প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই পুলিশ ও বিডিআর-এর বাড়তি নজরদারী লক্ষ করা গেছে।কোনো কোনো কেন্দ্রে ছাত্রলীগ ও ১৪ দলের নেতাকর্মীদের পাহাড়ায় দেখা গেছে। শিক্ষামন্ত্রীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেও নাশকতার শঙ্কা নিয়েই পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা কেন্দ্রে যায়। অবরোধের পাশাপাশি হরতাল ডাকায় ইতোমধ্যে দুবার পরীক্ষার সময়সূচি পেছানো হয়েছে। গত ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সে সময় শিক্ষামন্ত্রী বলেছিলেন, অবরোধের মধ্যে পরীক্ষা নেয়ার কথা।
কিন্তু বিএনপির নেতৃত্বাধীন বিরোধীজোট হরতাল ডাকায় ২ ফেব্রুয়ারির পরীক্ষার তারিখ পেছানো হয়। সে সময় শিক্ষামন্ত্রী পরীক্ষার তারিখ পেছানোর খবর জানিয়ে বলেন, হরতালের সময় পরীক্ষা নেয়া হবে না। পরবর্তীতে হরতালের সময়সীমা বর্ধিত করা হলে গত বুধবারের পরীক্ষাও স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।