বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০১:৫১

খালেদার গুলশান কার্যালয়: ভরসা এখন দৈনিক পত্রিকা ও বিটিভি

খালেদার গুলশান কার্যালয়: ভরসা এখন দৈনিক পত্রিকা ও বিটিভি

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দৈনিক পত্রিকা ও রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভিই এখন ভরসা। ছয় দিন ডিস সংযোগ বিচ্ছিন্ন। এ অবস্থায় একমাত্র বিটিভিই এখন কিছুটা দেখা যায়। গুলশানে থাকা বিএনপির নেতা-নেত্রী ও স্টাফরা বাধ্য হয়েই এখন বিটিভি দেখেন। খবরের পাশাপাশি নানা অনুষ্ঠান দেখেই সময় কাটে তাদের।

তবে গুলশান কার্যালয়ে জাতীয় পত্রিকাগুলো যাচ্ছে নিয়মিত। পত্রিকা পড়েই দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বিএনপি চেয়ারপারসন। এ ছাড়া গুলশান কার্যালয়ে থাকা নেতা-নেত্রী ও স্টাফদেরও সময় কাটে পত্রিকা পড়ে। গুলশান কার্যালয়ে থাকা একাধিক স্টাফ বলেন, বিএনপি চেয়ারপারসন সব জাতীয় দৈনিকেই নিয়মিত চোখ বোলান। পত্রিকার রিপোর্ট পর্যালোচনা এবং সংশ্লিষ্টদের সঙ্গে নানাভাবে যোগাযোগ করেই সাংগঠনিক সব সিদ্ধান্ত নেন।

তবে কয়েকটি মোবাইল-ফোন সংযোগ বিচ্ছিন্ন থাকায় বিএনপি-প্রধান আগের মতো তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলতে পারছেন না। বিএনপি নেতাদের অভিযোগ, খালেদা জিয়াকে নেতা-কর্মীদের থেকে বিচ্ছিন্ন রাখতেই মোবাইল, ডিস, ইন্টারনেট ও ফ্যাক্স লাইন বিচ্ছিন্ন রাখা হয়েছে। অবিলম্বে এসব সংযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান তারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
All rights reserved © shirshobindu.com 2012-2025