গ্যালারী থেকে ডেস্ক: অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি দুই অফস্পিনার- বাংলাদেশর সোহাগ গাজী ও পাকিস্তানের সাঈদ আজমল। বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র এক সপ্তাহ আগে আইসিসি এই ঘোষণা দিল। অবৈধ অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ ছিলেন এই দুই স্পিনার। এতে আসন্ন বিশ্বকাপের দলে রাখা হয়নি এই দু’জনকে।
কিন্তু ২৪ জানুয়ারি ভারতের চেন্নাইয়ে তাদের অ্যাকশনের পুনঃপরীক্ষা করা হয়। আর আইসিসি তারই রিপোর্ট প্রকাশ করলো আজ। এতে তাদের দু’জনেরই বিশ্বকাপে অংশগ্রহণের দরজা খুলে গেল। যদিও প্রতিটি দেশ ইতিমধ্যে তাদের ১৫ সদস্যের দল ঘোষণা কেেরছ। এখন দলের কেউ ইনজুরিতে পড়লে কিংবা স্বেচ্ছায় সরে দাঁড়ালেই কেবল তার বদলে অন্য খেলোয়াড়কে দলে নেয়া যাবে।