নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারটি প্রশস্তকরণ ও পূর্ণনির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি সুনামগঞ্জ জেলা সংসদের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভানেত্রী শিলা রায়, উদীচী শিল্পীগোষ্ঠি সুনামগঞ্জ জেলা সংসদের সভাপতি বিজন সেন রায়, সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এডভোকেট সালেহ আহমদ, এডভোকেট প্রসেনজিৎ দে পিনু, শিক্ষক মানিক চন্দ, সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্রাচার্য্য, সাংবাদিক পংকজ দে, রমেন্দ্র কুমার মিঠু, মোঃ আমিনুল হক, আজরাদ আহমদ ডালিম প্রমুখ।
বক্তারা বলেন, সুনামগঞ্জের এই শহীদ মিণারটি দীর্ঘদিন ধরে অবহেলা আর অযত্নের কারণে ব্যবহারের অনুপযোগী হয়েছে। পাশাপাশি এই শহীদ মিণারটির প্রশস্ত অনেক কম ও পূর্ণনির্মাণের জন্য সরকার ও স্থানীয় প্রশাসনের নিকট জোর দাবী জানান। অন্যতায় শহীদ মিনারটি প্রশস্তকরণ ও পূর্ণনির্মাণের জন্য সংগঠনটি মাসব্যাপী কর্মসূচী করার ও ঘোষনা দেন ।