শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভারতীয় প্রধানমন্ত্রীর ফোন আসে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী জানান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনে নরেন্দ্র মোদী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের সাফল্য কামনা করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও বিশ্বকাপে ভারতীয় দলের সাফল্য কামনা করেছেন।
এদিকে বেলা সোয়া ১১টার দিকে এক টুইটে বাংলাদেশসহ বিশ্বকাপে অংশ নেওয়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর নেতাদের সঙ্গে কথা বলার বিষয়টি উল্লেখ করেন মোদী। স্পোক টু প্রেসিডেন্ট আশরাফগণি, পিএম শেখ হাসিনা, পিএম নওয়াজ শরীফ অ্যান্ড প্রেসিডেন্ট সিরিসেনা। কনভেইড মাই বেস্ট উইশেজ ফর দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লেখেন তিনি।
আগামী শনিবার শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপের একাদশ আসর। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে অনুষ্ঠেয় ক্রিকেটের সবচেয়ে বড় এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ সার্কভুক্ত পাঁচ দেশ অংশ নিচ্ছে। এদের মধ্যে আফগানিস্তান প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় গেলেও ভারত বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। দুবার এ শিরোপা জয় করেছে তারা। বিশ্বকাপ টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বাদ নিয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কাও।