নিউজ ডেস্ক: নগরীর খাসদবীর এলাকার পুলিশের সামনে তিনটি ককটেল ফাটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বেলা ১টার দিকে খাসদবীর মদনী জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, খাসদবীর মদনী জামে মসজিদের সামনে কয়েকজন পুলিশ সদস্য অবস্থান করছিলেন। এসময় মোটর সাইকেলে কয়েকজন যুবক এসে তাদের সামনে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে পুলিশ সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় হতাহতের কোন খবর পা্ওয়া যায়নি।