প্রসঙ্গত: গত ১৭ মে নিউজ পোর্টাল ঢাকা টাইমস এবং ১৯ মে মানবকণ্ঠে লতিফ সিদ্দিকীকে নিয়ে কানাঘুষা শিরোনামে খবর প্রকাশ করায় বাদীর মানহানি হয়েছে অভিযোগে এ মামলায় করা হয়।
দায়েরকৃত মানহানির মামলার আরজিতে বলা হয়, বাদীকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার জন্য মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্যমূলকভাবে ওই খবর প্রকাশ ও প্রচার করা হয়েছে। এতে পরিবারে, রাজনৈতিক মহল ও দেশে বিদেশে বাদীর সুনাম ক্ষুণ্ন হয়েছে। এর প্রেক্ষিতে বিচারক আসাদুজ্জামান নূর প্রথমিক শুনানি শেষে মানবকণ্ঠের সম্পাদক শাহজাহান সরদার, প্রকাশক জাকারিয়া চৌধুরী ও সংশ্লিষ্ট প্রতিবেদক এবং ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমানের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ দেন।
Leave a Reply