প্রযুক্তি আকাশ ডেস্ক: ৯ দশমিক ৭ ইঞ্চি মাপের মোটাসোটা আইপ্যাডের দুই প্রজন্মের পর এবারে হালকা-পাতলা মডেলের নতুন আইপ্যাড বাজারে আনতে পারে অ্যাপল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমসের বরাতে এ তথ্য জানিয়েছে সিনেট।
ডিজিটাইমস জানিয়েছে, নতুন সেন্সর প্রযুক্তি, রেটিনা ডিসপ্লেযুক্ত আইপ্যাড ৫ চলতি বছরের জুন মাসেই বাজারে আনার ঘোষণা দেবে অ্যাপল। সেপ্টেম্বর নাগাদ ২০ থেকে ৩০ লাখ ইউনিট আইপ্যাড ৫ বিক্রি করতে পারে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি বিশ্লেষক ওয়েবসাইটগুলো অ্যাপলের নতুন আইপ্যাড নিয়ে নানা তথ্য প্রকাশ করলেও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি অ্যাপলের কর্তৃপক্ষ।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, আইপ্যাডের পঞ্চম সংস্করণ অর্থাৎ আইপ্যাড ৫ হবে আইপ্যাড ৪-এর তুলনায় ২৫ থেকে ৩৩ শতাংশ পর্যন্ত হালকা।
Leave a Reply