শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্রের (ন্যাশনাল আইডি কার্ড) ভুল সংশোধন করা যাবে অনলাইনে। বুধবার থেকে এ কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, সব জটিলতা শেষে বুধবার থেকেই এ সুযোগ দিতে চায় ইসি।
আগামী দুই মাস প্রাথমিকভাবে এ সুযোগটি রাখা হবে। এতে নাগরিকরা স্মার্ট কার্ড পাওয়ার আগেই প্রয়োজনীয় তথ্য সংশোধন করে নিতে পারবেন। অনলাইনে ন্যাশনাল আইডি কার্ডধারীরা নামের বানান, ঠিকানা, স্বাক্ষর, ছবিসহ প্রয়োজনীয় সকল তথ্য সংশোধন করা যাবে। এক্ষেত্রে অনলাইনে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন ফরম পূরণ করে প্রমাণাদিসহ তা সংশ্লিষ্ট থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
জাতীয় পরিচয়পত্রের (ন্যাশনাল আইডি কার্ড) ভুল সংশোধন করা যাবে অনলাইনে। বুধবার থেকে এ কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, সব জটিলতা শেষে বুধবার থেকেই এ সুযোগ দিতে চায় ইসি। আগামী দুই মাস প্রাথমিকভাবে এ সুযোগটি রাখা হবে।
এতে নাগরিকরা স্মার্ট কার্ড পাওয়ার আগেই প্রয়োজনীয় তথ্য সংশোধন করে নিতে পারবেন। অনলাইনে ন্যাশনাল আইডি কার্ডধারীরা নামের বানান, ঠিকানা, স্বাক্ষর, ছবিসহ প্রয়োজনীয় সকল তথ্য সংশোধন করা যাবে। এক্ষেত্রে অনলাইনে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন ফরম পূরণ করে প্রমাণাদিসহ তা সংশ্লিষ্ট থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে জমা দিতে হবে।