সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:০০

কর্ণেল তাহেরের বিচার অবৈধ: মওদুদের ব্যাখ্যা

কর্ণেল তাহেরের বিচার অবৈধ: মওদুদের ব্যাখ্যা

 

 

 

 

 

 

 

 

 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক প্রেস ব্রিফিং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় কর্নেল আবু তাহেরের আত্মত্যাগ ও সাহসী ভূমিকার জন্য তিনি সকলের প্রশংসার দাবিদার। কিন্তু তার বিচারকার্য সম্পন্ন হয়েছে আজ থেকে ৩৭ বছর আগে। তখনকার রাজনৈতিক সামাজিক এবং সামরিক প্রেক্ষাপট ছিল আজকের চেয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের। এ বিচারকার্যকে তখনকার সময়ের প্রেক্ষাপটে বিবেচনা করা দরকার।

এভাবেই নিজের অবস্থান ব্যাখ্যা করলেন মওদুদ আহমদ। তিনি বলেন, কর্ণেল তাহেরের সামরিক আদালতে বিচার অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ে তার বই থেকে যে উদ্ধৃতির কথা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। আমার বইয়ের কোথাও বলা হয়নি যে এই বিচারে ট্রাইব্যুনাল গঠনের অনেক আগেই জেনারেল জিয়াউর রহমান পাকিস্তান ফেরত সামরিক অফিসারদের তুষ্ট করতে কর্নেল তাহেরকে ফাঁসি দেয়ার মনস্থির করেছিলেন। কর্নেল তাহেরের বিচারের বিষয়ে আমার বইয়ে লেখা প্রাসঙ্গিক অংশ ছিল নিম্নরূপঃ ‘……কর্নেল তাহেরকে সাজা দেয়ার প্রশ্নে পাকিস্তান প্রত্যাগত অফিসাররা সব সময় তার মৃত্যুদণ্ড চেয়েছেন। এ ব্যাপারে জিয়া ৪৬ জন সিনিয়র অফিসারের সঙ্গে আলোচনা করেন। সকলে একবাক্যে তাহেরের জন্য চূড়ান্ত  শাস্তির পক্ষে মতামত দেন।’ ইংরেজিতে প্রাসঙ্গিক অংশটি ছিল এরূপঃ…..”When it came to the sentencing of Taher, the repatriated officers wanted him hanged- out of46 senior army officers summoned by Zia to discuss the issue, all were in favour of this ultimate and final form of punishment.” ব্যারিস্টার মওদুদ বলেন, এই বিষয়টির ওপর আর কোন মন্তব্য করার আগে সকলকে অনুরোধ করবো বইটি পড়ার জন্য।

সাবেক এই  আইনমন্ত্রী আরো বলেন, গত ২০শে মে হাইকোর্ট বিভাগ কর্নেল তাহেরের বিচারের ওপর যে পূর্ণাঙ্গ রায় দিয়েছেন সেখানে আমার গবেষণামূলক তথ্যভিত্তিক লেখা ‘ডেমোক্রেসি অ্যান্ড চ্যালেঞ্জ অব  ডেভেলপমেন্ট: এ স্টাডি অব পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি ইন্টারভেনশান ইন বাংলাদেশ’ বইটি থেকে যে উদ্ধৃতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024