শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ৯ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। শুক্রবার সকাল ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে প্রেসিডেন্ট লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ।
এসময় বিমানবন্দরে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডিপ্লোম্যাটিক কোরের ডিন শায়ের মোহাম্মদ, ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন তিনবাহিনীর প্রধানসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা। ৭২ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। চিকিৎসা শেষে আগামী ১৫ই মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।