বলিউড অভিনেতা সালমান খান বলেছেন, ‘দাবাং টু’র আইটেম গান ‘ফেভিকল’-এ কারিনার সঙ্গে নাচবেন ঠিকই, তবে ঘনিষ্ঠভাবে নয়। নববিবাহিত অভিনেত্রী কারিনা কাপুর খান নভেম্বরের ৫ তারিখে ‘দাবাং টু’ সিনেমায় তার আইটেম গানটির শুটিং করবেন, এমনটাই শোনা যাচ্ছিলো এতদিন। জানা গেছে, সালমান খান গানটির নৃত্যপরিচালক ফারাহ খানকে সাফ জানিয়ে দিয়েছেন গানটির অন্তরঙ্গ অংশগুলো যেন বাদ দেয়া হয়; ‘বিবাহিত’ কারিনার সঙ্গে তিনি নাচবেন ঠিকই, তবে ঘনিষ্ঠ হবেন না। কারিনার বড় বোন কারিশমা কাপুরের দীর্ঘদিনের বন্ধু সালমান কারিনাকে নিজের ছোটবোনের মতোই দেখেন। আর তাই নিজের ছোটবোনের নতুন সংসারে যেন কোন অশান্তি না হয়, সে কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নবাব পরিবারের পুত্রবধূ কারিনার পক্ষ থেকে এমন কিছু শোনা যায়নি। এক দৈনিক পত্রিকার সূত্রে জানা যায়, কারিনার জন্য এখন পর্যন্ত পতৌদি পরিবার থেকে কোন বিধিনিষেধ দেয়া হয়নি। তিনি তার পছন্দ মতো কাজ করতে পারেন। পতৌদি পরিবারের শর্মিলা ঠাকুর এবং সোহা আলী খানের মতো কারিনাও তার কাজের ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন। ওই বিধিনিষেধ এসেছে সালমানের পক্ষ থেকেই। এমনকি এটাও জানা গেছে, সালমান গানটির শুটিং বিশেষ কায়দায় করতে চেয়েছিলেন, যেন বাইরের কেউ আসল খবরটি জানতে না পারে। এর আগে ২০১০-এর ‘দাবাং’ সিনেমায় ‘মুন্নি বদনাম’ গানটির সময় ছোটভাই আরবাজ খানের স্ত্রী মালাইকা আরোরা খানকে নিয়েও একই সমস্যায় পড়তে হয়েছিল সালমানকে।
Leave a Reply