শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশের বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান থেকে সেনা সদস্যদের প্রশিক্ষণে আগ্রহী নেপাল। নেপালের সেনাপ্রধান জেনারেল গৌরব শুমসের জং বাহাদুর রানা বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, নেপালের সেনাপ্রধান বলেছেন, বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে তারা উপকৃত হয়েছেন। তারা বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানের এ ধরনের প্রশিক্ষণ সুবিধা গ্রহণ ভবিষ্যতেও অব্যাহত রাখতে আগ্রহী। বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে ২১৫ জন নেপালি সেনা কর্মকর্তা ইতোমধ্যে প্রশিক্ষণ নিয়েছেন।
নেপালের সেনাপ্রধানকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, আগামী বছর বাংলাদেশ ও নেপালের সেনাবাহিনীর যৌথভাবে এভারেস্ট যাত্রার পরিকল্পনা করছে নেপাল। সাক্ষাতে নেপালের সেনাপ্রধান সেদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন এবং প্রধানমন্ত্রীও তাদের শুভেচ্ছা জানান।
বাংলাদেশের অগ্রগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেরও প্রশংসা করেছেন নেপালের সেনাপ্রধান। একইসঙ্গে উপ-আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি অক্ষুণ্ন রাখতে সেনাপ্রধান পর্যায়ে বৈঠক অনুষ্ঠানের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেপালের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। বিশেষ করে নেপালের বর্তমান প্রধানমন্ত্রী সুশীল কৈরালা মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও রসদ দিয়ে যে সহায়তা করেছিলেন তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন শেখ হাসিনা।
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী দুই দেশের সেনাবাহিনীর যৌথ মহড়া আয়োজনের ওপর গুরুত্ব দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, দুই দেশের সম্পর্ক আরো উন্নয়নে কানেকটিভিটি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য দরকার ট্রানজিট। এ বিষয়ে ভারত সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। বৈঠকে অন্যদের মধ্যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।