শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের চাপে ২০০৮ সালে মুম্বই হামলার মূল পরিকল্পনাকারী জাকি-উর-রেহমান লাখভির বিরুদ্ধে আরও একবার আটকাদেশ জারি করেছে পাকিস্তান। আটকের বর্ধিত সময়সীমা অনুযায়ী, লাখভি আরও ১ মাসের জন্য জেলে থাকবেন। গতকাল লাখভির আটককে অবৈধ ঘোষণা করে অবিলম্বে তাকে মুক্তির নির্দেশ দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট।
গতকালের ওই রায়ের পর ভারত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। রায়ের কারণ ব্যাখ্যার জন্য পাকিস্তানের দূতকে তলব করে ভারত। শেষ পর্যন্ত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার লাখভির আটকের সময়সীমা বর্ধিত করার সিদ্ধান্ত গ্রহণ করে। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।
এ ঘটনার প্রতিক্রিয়ায় লাখভির আইনজীবী বলেছেন, ভারত সরকারের চাপের কারণেই এমনটা ঘটেছে। ইসলামাবাদের ডেপুটি কমিশনারও লাখভির মুক্তির নির্দেশানামা ইস্যু করেছিলেন। তৃতীয়বার আটকের নির্দেশের বিরুদ্ধে লাখভির আপিল আবেদনকে আমলে নিয়ে রায় গতকাল প্রদান করেছিলেন বিচারপতি নূরুল হক। লাখভি বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার (এমপিও)-এর অধীনে আটকাবস্থায় রয়েছেন। এর আগে গত ২রা মার্চ আপিল করেছিলেন লাখভির আইনজীবী।
এরপর জেলা ও কেন্দ্রীয় আদালতের বিচারকের কাছ থেকে ব্যাখ্যা চেয়ে আদালত ৫ই মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। গত বছরের ডিসেম্বরে রাজধানী ইসলামাবাদের সন্ত্রাসবাদবিরোধী একটি আদালত লাখভির জামিন মঞ্জুর করেছিল। গত বছরের ১৮ই ডিসেম্বর সন্ত্রাসবিরোধী ওই আদালত লাখভির আটক-পরবর্তী জামিন মঞ্জুর করায় প্রচ- ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল ভারত।
এরপর পাকিস্তানের আইনজীবীরা ঘোষণা দেন, তারা এ জামিনের বিরুদ্ধে আপিল করবেন। ওই দিনই কেন্দ্রীয় সরকার এমপিও’র অধীনে লাখভিকে আটকের নির্দেশ দেয়। ২০০৮ সালে ভারতের মুম্বই হামলার পরিকল্পনা ও হামলা পরিচালনায় সহযোগিতার অভিযোগে যে ৭ জন অভিযুক্ত হয়েছেন, লাখভি তাদের অন্যতম।