বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৮

বিএনপিতে বিরোধ মেটাতে সিলেটের চার প্রার্থীকে ঢাকায় তলব

বিএনপিতে বিরোধ মেটাতে সিলেটের চার প্রার্থীকে ঢাকায় তলব

 

 

 

 

 

 

 

 

 

শামীম শাম্মী: সিলেট সিটি কর্পোরেশন(সিসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী পদে মনোনয়ন নিয়ে সিলেট বিএনপিতে বিরোধ এখন তুঙ্গে। বিএনপি চেয়াপার্সন এর উপদেষ্টা শমসের মবিন চৌধুরী সিলেট সফর করে আলাদা আলাদা সকল প্রার্থীদের সাথে বৈঠক করে কোন সমাধানের পথ বের করতে পারেন নি। তাই তিনি ঢাকায় ফিরে গিয়ে চেয়ারপার্সনকে এব্যাপারে অবগত করলে চার মেয়র প্রার্থীকে ঢাকায় তলব করা হয়।

মেয়র পদে মনোনয়ন পেতে সিলেট বিএনপির চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা প্রকাশ্যে একে অন্যের বিরুদ্ধে বিষোদগার করছেন। সিলেট মহানগর বিএনপির বর্তমান কমিটির দু’জন নেতাসহ স্বেচ্ছাসেবক দলের এক কেন্দ্রীয় নেতা যেমন বিএনপির একক প্রার্থী হতে চান। তেমনি মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন নাগরিক কমিটির মেয়র প্রার্থী ও বিএনপির সাবেক মহানগর সভাপতি আরিফুল হক চৌধুরীও।

এরই প্রেক্ষিতে সিসিক নির্বাচনের মেয়র প্রার্থীতা নিয়ে বিরোধ মেটাতে খালেদা জিয়া চার প্রার্থীকে ঢাকায় ডেকেছেন। এরইমধ্যে তারা ঢাকায় পৌঁছেছেন। খোঁজ নিয়ে জানা যায়,  চার প্রার্থীর মধ্যে নাসিম হোসাইন বুধবার দুপুরে বিমানযোগে ঢাকায় পৌঁছেছেন। সামসুজ্জামান জামান বুধবার রাতেই ঢাকায় পৌঁছান। এছাড়া আবদুল কাইয়ুম জালালী পংকী এবং আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার সকালে রওয়ানা দিয়ে এরইমধ্যে ঢাকায় পৌঁছেছেন। তারা এখন চেয়ারপার্সনের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিচ্ছেন।

বৃহস্পতিবার রাত ৮টায় খালেদা জিয়া তাদের সঙ্গে বৈঠক করবেন। তবে কাকে তিনি মনোনয়ন দেবেন তা নিশ্চিত হওয়া যায়নি। চার প্রার্থী বিএনপির শীর্ষ নেতাদের মাধ্যমে মনোনয়ন পাওয়ার জন্য তদবির করছেন। প্রত্যেকেই নিজেদেরকে যোগ্য হিসেবে নেতাদের কাছে উপস্থাপন করছেন।

বিএনপি সূত্র জানায়, আরিফুল হক চৌধুরীকে মেয়র প্রার্থী করতে জোর তৎপরতা চালাচ্ছেন শমসের মবিন চৌধুরী। তবে সিলেট বিএনপির বেশিরভাগ নেতা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইনকে মেয়র প্রার্থী হিসেবে দেখতে চান। সূত্র মতে, শমসের মবিনের সঙ্গে বৈঠককালে মেয়র প্রার্থী স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সামসুজ্জামান জামান ও আব্দুল কাইয়ুম জালালী পংকী এবং মহানগর বিএনপির সহ-সভাপতি নাসিম হোসাইন অনুরোধ জানান আরিফুল হক চৌধুরী ব্যতীত তাদের তিনজনের যেকোন একজনকে মনোনয়ন দেওয়ার জন্য। এক্ষেত্রে নাসিম হোসাইনকে প্রার্থী দিলে বাকি দু’জনের কোন আপত্তি থাকবে না বলে দলের ভাইস চেয়ারম্যানকে অবগত করেন তারা।

এ অবস্থায় একক নাম ঘোষণা করতে ব্যর্থ হন শমসের মবিন। চেয়ারপার্সনকে বিষয়টি সিলেট থেকে টেলিফোনে অবহিত করেন। এরপর খালেদা জিয়া চার প্রার্থীকে ঢাকায় তলব করেন। তাই এখন সিলেট বিএনপি’র নেতাকর্মী আর সমর্থকদের দৃষ্টি ঢাকার গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ের দিকে। আর সেখান থেকেই ঘোষণা আসবে কে হবে সিলেট বিএনপি’র মেয়র প্রার্থী। নাসিম না আরিফ? না কি অন্য কেউ!

 

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024