শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৬:৫৭

রানওয়ের সংস্কারে শাহজালাল বিমানবন্দরের ফ্লাইটে সূচি পরিবর্তন

রানওয়ের সংস্কারে শাহজালাল বিমানবন্দরের ফ্লাইটে সূচি পরিবর্তন

 

 

 

 

 

 

 

 

স্বদেশ জুড়ে ডেস্ক:  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের সংস্কার কাজের জন্য গত বছরের ১লা ডিসেম্বর থেকে বিমানবন্দরের প্রতিদিন ৯ ঘন্টা করে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে, যা চলবে ৩০ মে পর্যন্ত। বাকি কাজের জন্য পয়লা জুন থেকে তিন মাস চার ঘণ্টা করে উড়োজাহাজ ওঠা নামা বন্ধ থাকবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

দেশের প্রধান বিমানবন্দর হওয়ায় শাহজালালে প্রতিদিন বিভিন্ন রুটের প্রায় ৪২টি যাত্রীবাহী ও ৩টি কার্গো উড়োজাহাজ ওঠানামা করে। এ কথা মাথায় রেখেই কাজ চলছে দ্রুতগতিতে। তবে কাজের গতির উপর নির্ভর করে যথাসময়ে শেষ না হলে তা সেপ্টেম্বর পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয় কতৃপক্ষ।

ইতিমধ্যে রানওয়ে সংস্কারের কাজ শেষ হয়েছে তবে রানওয়েতে লাইটিং এর কিছু কাজ বাকি আছে, মুলত এটির জন্যই জুন থেকে এই চার ঘন্টা করে উড়োজাহাজ ওঠা নামা বন্ধ থাকবে। এদিকে, গত ১ অগাস্ট থেকে চলছে ট্যাক্সিওয়ে আধুনিকায়নের কাজ, যা শেষ হওয়ার কথা আগামী বছরের জুনে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024