দুনিয়া জুড়ে ডেস্ক: ভারত সফর শেষে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের পাকিস্তান সফরের কথা রয়েছে। চীনের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পাকিস্তানে সব ধরনের মোবাইর ফোন সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
পাকিস্তানি কর্তৃপক্ষ জানায়, কোন ধরনের নাশকতা এড়াতে নিরাপত্তার কারণে রাষ্ট্রীয় মালিকানাধীন পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে সব ধরনের মোবাইল সংযোগ বন্ধ করে দিয়েছে। জঙ্গিরা হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়নের জন্য নিয়মিত মোবাইল ফোন ব্যব্যহার করে। তাই চীনের প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান পাকিস্তান কর্তৃপক্ষ ।
Leave a Reply