শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫২

পাকিস্তানে বিমান হামলায় ৩৪ জঙ্গি নিহত

পাকিস্তানে বিমান হামলায় ৩৪ জঙ্গি নিহত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানে আজ বুধবার বিমান হামলায় ৩৪ জঙ্গি নিহত হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। আফগানিস্তানের সঙ্গে দেশটির সীমান্তবর্তী খাইবার অঞ্চলে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়। আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযান শুরুর পর ২০০১ সাল থেকে তালেবান, লস্কর-ই-ইসলামসহ কয়েকটি জঙ্গি গোষ্ঠী উপজাতি অধ্যুষিত এসব অঞ্চলে আত্মগোপনে থেকে ঘাঁটি গড়ে তুলেছে।

এক বিবৃতিতে সেনা সূত্র জানায়, খাইবার অঞ্চলের তিরাহতে বিমান হামলায় আজ ৩৪ জন নিহত হয়েছে। এ অঞ্চলে সাংবাদিকদের চলাচল সীমিত হওয়ায় হতাহতের ব্যাপারে সঠিক তথ্য পাওয়া সম্ভব হচ্ছে না। মানবাধিকার কর্মীরা অবশ্য নিহত ব্যক্তির সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। উপজাতি-অধ্যুষিত জেলা বাজাউরে আজ এক পোলিও কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নাইজেরিয়া ও আফগানিস্তানের মতো পাকিস্তানের এসব উপজাতি-অধ্যুষিত এলাকাগুলোতে পোলিও টিকা বিরোধী প্রচার প্রবল।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ফায়েজ-উল-হক জানান, বাজাউরের খামাংরা এলাকায় শিশুদের পোলিও টিকা খাওয়ানোর কাজ করতে গিয়ে গুলিতে একজন নিহত ও একজন আহত হয়। সোহেল আহমেদ খান নামের আরেক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাও হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১২ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত শিশুদের পোলিও টিকা খাওয়ানোর কাজে যুক্ত ব্যক্তিদের ওপর হামলার ঘটনায় ৭৮ জন নিহত হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024