বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯

পূন: প্রধানমন্ত্রী হলেন নেতানিয়াহু

পূন: প্রধানমন্ত্রী হলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইসরাইলে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অনেকটা অপ্রত্যাশিতভাবেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল ডানপন্থী লিকুদ পার্টি জয়লাভ করেছে। ফলে, পরপর চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে চলেছেন নেতানিয়াহু, এটা প্রায় নিশ্চিত। তবে ভোট-গণনার চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা করা হয়নি।

সর্বশেষ খবরে জানা গেছে, ১২০ আসনের পার্লামেন্টে ২৯টি আসন পেতে চলেছে নেতানিয়াহুর দল। অন্যদিকে, জিওনিস্ট ইউনিয়ন পাচ্ছে ২৪টি আসন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। নির্বাচনের আগে মতামত জরিপে প্রধান প্রতিদ্বন্দ্বী আইজ্যাক হেরজোগের নেতৃত্বাধীন মধ্য-বামপন্থী দল জিওনিস্ট ইউনিয়নের চেয়ে পিছিয়ে থেকেও জয় পায় নেতানিয়াহুর দল। জনপ্রিয়তায় পিছিয়ে পড়েছিল নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি। লিকুদ পার্টির জন্য একে মহান বিজয় বলে বর্ণনা করেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

সব প্রতিকূলতার বিরুদ্ধে এ ফলাফল অর্জিত হয়েছে বলে মন্তব্য করেন নেতানিয়াহু। নির্বাচনে জয়লাভ চূড়ান্ত হওয়ার অর্থ, আরও একবার জোট সরকার গঠন করবেন নেতানিয়াহু। জোট গঠনে অন্যান্য দলের সমর্থন প্রয়োজন হবে প্রধানমন্ত্রীর। এদিকে ভোটগ্রহণের একদিন আগে নেতানিয়াহু পুনঃনির্বাচিত হলে, ফিলিস্তিন রাষ্ট্র হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সমর্থকদের।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024