আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আরবের মরুভূমিতে উট দেখতে অভ্যস্ত চোখ যদি হঠাৎ সেখানে একটা রিকশা আবিষ্কার করে বসে? অবাক হওয়ারই কথা। তবে মরুভূমির বালুতে নয়, রিকশা খুঁজে পাওয়া গেল কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে।
সৌদি আরবের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কিং সউদ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চার দিনব্যাপী বহুজাতিক ঐতিহ্য ও সংস্কৃতির প্রদর্শনী চলছে। সেখানেই বাংলাদেশের ঐতিহ্য হিসেবে চলছে রিকশা। বিপুল উৎসাহ নিয়ে এই রিকশায় চড়ছেনও আরবসহ বিভিন্ন দেশের মানুষ। সাংবাদিকরা রিকশায় চড়ে মেলা ঘুরে ঘুরে টেলিভিশনে রিপোর্টও করছেন। বহুজাতিক এই মেলায় ২৬টি দেশের স্টল রয়েছে। প্রত্যেক দেশের শিক্ষার্থীরা নিজ দেশের সংস্কৃতি তুলে ধরছেন।
একইভাবে কিং সউদ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র সমিতির তত্ত্বাবধানে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। বাংলাদেশি স্টলে রিকশা ছাড়াও রয়েছে গ্রামবাংলার নানা ঐতিহ্যবাহী জিনিসপত্র। প্রদর্শন করা হচ্ছে ঢেঁকি, পালকি, নকশী কাঁথা, নকশী শাড়ি, বাঁশ দিয়ে তৈরি নানা সামগ্রী, গার্মেন্টস পণ্য, দেশীয় পিঠা, পায়েস, বিরানি, চাল ইত্যাদি। ১৬ মার্চ শুরু হওয়া এই মেলা চলবে ১৯ মার্চ পর্যন্ত।
২০১৩ সালে কিং সউদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত বহুজাতিক মেলায় অংশ নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা প্রথম স্থান অর্জন করেন। এবারও বাংলাদেশ প্রথম স্থান অর্জন করবে বলে আশাবাদী বাংলাদেশি স্টলের আয়োজক কিং সউদ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র সমিতি।