রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫

সিলেটে বিএনপির মেয়র প্রার্থী আরিফ

সিলেটে বিএনপির মেয়র প্রার্থী আরিফ

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন পেয়েছেন মহানগর বিএনপির সাবেক  সভাপতি আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার রাত পৌণে ১২টার দিকে বিএনপি  চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আরিফকে দল সমর্থিত প্রার্থী ঘোষণা করেন।

একই সাথে তিনি আরিফুল হক চৌধুরীর পক্ষে অন্য তিন মনোনয়ন প্রত্যাশী মহানগর  বিএনপির সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম  জালালী পংকী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান  জামানকে কাজ করার নির্দেশ দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার রাতে গুলশানস্থ কার্যালয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চার প্রার্থীর সাথে বৈঠক শেষে খালেদা জিয়া এ ঘোষণা দেন।

দলীয় সূত্রে জানা যায়, সিলেটে এসে শমসের মুবীন চৌধুরী মনোনয়ন প্রত্যাশী চার প্রার্থীর সাথে বৈঠক করেও কোন সমঝোতায় পৌঁছাতে না পেরে ঢাকায় ফিরে যান। এ  অবস্থায় একক প্রার্থী নির্ধারণের দায়িত্ব নেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বৃহস্পতিবার রাতে চার প্রার্থীকে তার গুলশানস্থ কার্যালয়ে ডেকে  পাঠান।

মনোনয়ন প্রত্যাশী চার প্রার্থী বৃহস্পতিবার রাতে প্রথমে বিএনপির স্থায়ী  কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মুবীন  চৌধুরী সহ চার সিনিয়র নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। পরে রাত ১১টার দিকে তারা খালেদা জিয়ার সাথে বৈঠকে বসেন। ওই বৈঠকে খালেদা জিয়া আরিফুল হককে দলীয়  সমর্থন দিয়ে বাকি সবাইকে মনোনয়নপত্র প্রত্যাহার করে তার পক্ষে কাজ করার  নির্দেশ দেন।

প্রসঙ্গত, আগামী ১৫ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।  নির্বাচনে ১৪ দলের একক প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। বিএনপির চার  প্রার্থী ছাড়াও জামায়াতের এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও স্বতন্ত্র  প্রার্থী সালাউদ্দিন রিমন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024