শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৭

৬ মাসের বেশি থাকলে স্বাস্থ্য কর দিতে হবে যুক্তরাজ্যে

৬ মাসের বেশি থাকলে স্বাস্থ্য কর দিতে হবে যুক্তরাজ্যে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ছয় মাসের বেশি সময়ের যুক্তরাজ্যের ভিসার জন্য ইউরোপীয় ইউনিয়নবহির্ভূত বিদেশিদের স্বাস্থ্যসেবা সারচার্জ দিতে হবে। আগামী ৬ এপ্রিল থেকে কার্যকর অতিরিক্ত স্বাস্থ্যসেবা সারচার্জ ছয় মাস বা তার কম সময়ের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এ সারচার্জের পরিমাণ শিক্ষার্থীদের জন্য ১৫০ ইউরো এবং অন্য সব ধরনের ভিসার আবেদনের ক্ষেত্রে ২০০ ইউরো, যা ভিসা ফি জমা দেওয়ার সময় দিতে হবে। রোববার ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা সারচার্জ দিয়ে ছয় মাস বা তার বেশি সময় যুক্তরাজ্যে অবস্থানকারীরা দেশটির জাতীয় স্বাস্থ্যসেবার আওতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা সুবিধা ভোগ করবেন। বাংলাদেশি ভিসা প্রার্থীরা অনলাইনে সারচার্জ দিতে ব্যর্থ হলে ভিসা ফির সঙ্গেই অতিরিক্ত সারচার্জ জমা দেবেন।

যুক্তরাজ্যের অভিবাসন ও নিরাপত্তাবিষয়ক মন্ত্রী জেমস ব্রোকেনশায়ারের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃটিশ নাগরিকরা জাতীয় স্বাস্থ্যসেবা সুবিধা পাওয়ার জন্য নিয়মিতভাবে কর দিয়ে থাকেন। এখন থেকে ছয় মাসের বেশি সময়ের জন্য যুক্তরাজ্যে অবস্থানের ক্ষেত্রে অভিবাসীদেরও একই ধরনের কর নেওয়া হবে। এর মাধ্যমে স্বল্প মেয়াদের অভিবাসীরাও যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা এবং অর্থনীতিতে অবদান রাখবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024