মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮

যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে স্বাধীনতা দিবসে

যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে স্বাধীনতা দিবসে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার রাজধানীর বঙ্গভবনে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, সামরিক ও আধা-সামরিক, দেশি-বিদেশি কূটনীতিক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিরা রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ জন্য বঙ্গভবনের আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ওই দিন জিরো পয়েন্ট থেকে গুলিস্তান পাতাল সড়ক ও রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু উড়ালসড়ক ব্যবহারকারী যানবাহনগুলো ঢুকতে পারবে।

এ ছাড়া গুলিস্তান আহাদ বক্স থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে। পার্ক রোডের উত্তর মাথা থেকে ইত্তেফাক মোড়ের দিকে কোনো গাড়ি চলবে না। শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী সব বাস দৈনিক বাংলা, ইউবিএল, প্রেসক্লাব হয়ে কিংবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করতে বলা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024