শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের একটি বাড়ির ফ্রিজার থেকে দুই ভাই-বোনের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। ছেলে শিশুটির বয়স ১১ এবং মেয়েটির বয়স ১৪ বছর। এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ওই শিশু দুটির মাকে। সময়মতো বাড়িভাড়া পরিশোধ না করায় গত মঙ্গলবার আদালত থেকে পরিবারটিকে উচ্ছেদের নির্দেশ দেয়া হয়। নির্দেশ পেয়ে ওই বাড়িতে যান পুলিশ কর্মকর্তারা।
সে সময় শিশু দুটির মৃতদেহ উদ্ধার করেন তারা। একটি প্লাস্টিকের ব্যাগে শিশু দুটির মৃতদেহ মোড়ানো অবস্থায় পাওয়া যায়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। পুলিশ ওই নারীর নাম প্রকাশ করেনি। তবে তার বয়স ৩৬ বছর বলে উল্লেখ করা হয়েছে। ওই নারীর অপর দুই সন্তানের বয়স ১১ ও ১৭ বছর। প্রতিবেশীর বাড়িতে ছিল তারা। সুরক্ষার্থে ওই দুই শিশুকে আদালতের হেফাজতে রাখা হয়েছে।
এদিকে ফ্রিজারে পাওয়া দুই ভাই-বোনের লাশ ময়নাতদন্তের পর কিভাবে তাদের মৃত্যু হয়েছে, সেটা জানা যাবে। একই সঙ্গে তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্তের জন্যও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। বার্তা সংস্থা এএফপি’কে এক প্রতিবেশী জানান, প্রায় ১ বছর তিনি শিশু দুটিকে দেখেননি। ওই নারীর স্বামীর ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি। তিনটি বেডরুমের একটি অ্যাপার্টমেন্টে সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন ওই নারী এবং ঠিকমতো ভাড়া পরিশোধ করতে পারতেন না বলে অভিযোগ রয়েছে। সে কারণে আদালত পরিবারটিকে উচ্ছেদের নির্দেশ দেয়।